শাসনের নামে শোষণ দেখেছি, সৎ শাসক চাই: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু তা ছিল শোষণ। আমরা সত্যিকার অর্থে একজন সৎ শাসক চাই।”
সোমবার (২২ জুলাই) সকালে খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় সমাবেশে অংশগ্রহণের সময় অসুস্থ হওয়ার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “সেদিনই চলে যেতে পারতাম, কিন্তু এখনও বেঁচে আছি আল্লাহর রহমতে। আমি চিরকাল দ্বীনের পথে লড়তে চাই, বিদায় নিতে চাই শহীদ হয়ে—রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। বলতে চাই, হে আমার প্রভু, বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।”
তিনি আরও বলেন, “মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। ২০২৪ সালের আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছেন। দ্বীনের কায়েমের জন্য যদি আরও শত শত আবু সাঈদ দরকার হয়, হে আল্লাহ, তুমি কবুল করে নাও।”
জাতীয় সমাবেশে অংশগ্রহণের পথে সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান খুলনায় আসেন। সকাল ১০টার দিকে চালনা বিএম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করে তিনি প্রথমে শহীদের বাড়িতে যান। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনি চালনা সরকারি কবরস্থানে কবর জিয়ারত করেন।
পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা নায়েবে আমির অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাগেরহাট সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ আবু ইউসুফ, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমির মাওলানা আবু সাঈদ, কয়রা আমির মাওলানা মিজানুর রহমান, হরিণটানা থানা আমির আব্দুল গফুর, পাইকগাছা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কয়রা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, রামপাল সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, মোংলা পৌর যুব বিভাগের সেক্রেটারি মাওলানা মোস্তাইনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে ডা. শফিকুর রহমান দুপুরে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমানের বাড়ির উদ্দেশ্যে দাকোপ ত্যাগ করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে দ্রুতগতির একটি রয়্যাল পরিবহনের বাসের ধাক্কায় দাকোপ উপজেলা জামায়াত আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হন। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। বর্তমানে তারা চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং আশঙ্কামুক্ত।