কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত ও প্রায় ১৭১ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর প্রতিক্রিয়ায় আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।
বিসিবি নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজিত করবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না এবং খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরিধান করবেন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিধ্বস্ত হয়, যেখানে স্কুল শিক্ষার্থীদের বড় অংশ হতাহত হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী অংশ নিয়েছে।