কুষ্টিয়ায় চাঁদাবাজ-দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স
কুষ্টিয়ায় দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসংক্রান্ত অভিযোগ জানাতে জেলা বিএনপি অভিযোগ বক্স স্থাপন করেছে।
২১ জুলাই দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার কুষ্টিয়া প্রেসক্লাবের নিচে বাক্সটি স্থাপন করেন। এর পাশাপাশি শহরের অন্যান্য স্থানে আরও বাক্স বসানোর পরিকল্পনা রয়েছে।
জাকির হোসেন জানান, এই বাক্সে যেকোনো ব্যক্তি নির্ভয়ে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগে চাঁদাবাজি, দখলদার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা যাবে। প্রতি সপ্তাহে বাক্সটি সাংবাদিক ও সাধারণ মানুষের সামনে খোলা হবে এবং সত্যতা মিললে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ বলেন, ‘যদি দলের কেউ অবৈধ কাজে জড়িত থাকে, তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দলের দু-একজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো প্রমাণিত হলে দল দায় নেবে। তবে পদত্যাগ বা অপসারিত ব্যক্তির জন্য দল দায়ী নয়।’