নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ করলেন অভিনেতা আরশ খান
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। সোমবার দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বিধ্বস্ত বিমানটি সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আঘাত হানে, যেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগই হতাহত হয়েছেন বলে জানায় স্থানীয় সূত্র।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন দেশের তারকারাও। এমন এক হৃদয়বিদারক সময়ে নাটক মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা আরশ খান।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আরশ খান লেখেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এখন খুবই খারাপ। চোখ বন্ধ করলেই মনে পড়ে শিশুদের আর্তনাদ। তাই আগামী ৭ দিনের জন্য আমার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য নির্মাতা-প্রযোজকদের প্রতি অনুরোধ করছি।”
এর আগে এক ফেসবুক লাইভে আরশ খান উত্তরার একটি হাসপাতাল থেকে বলেন, “অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছেন। তবে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট রয়েছে। বিশেষ করে উত্তরার মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে। দয়া করে নেগেটিভ গ্রুপের রক্তদাতারা এগিয়ে আসুন।”
আরশ খানের পাশাপাশি অভিনেতা রাশেদ সীমান্তকেও দেখা গেছে ফেসবুক লাইভে। মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে লাইভে এসে তিনি বলেন, “উত্তরার রাস্তাগুলো এড়িয়ে চলুন। কেউ যেন পরিস্থিতি দেখতে বা কৌতূহলবশত না আসে। এতে আহতদের হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে।”
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে রাশেদ সীমান্ত বলেন, “দলবল নিয়ে কেউ হাসপাতালে আসবেন না। আপনাদের কারণে যেন রাস্তা বন্ধ না হয়। এটা রাজনীতির সময় না। কেউ লাশ নিয়ে রাজনীতি করবেন না—আল্লাহর দোহাই লাগে।”
তিনি আরও বলেন, “সেলফি তুলতে কেউ হাসপাতালে আসবেন না। যারা এমন কাজ করছেন, তারা আসলে এই ট্র্যাজেডিকে উৎসবে পরিণত করছেন। এটা এক ধরনের খুনের সমান।”