ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ২২-০ গোলের বিশাল জয়
ভুটান নারী ফুটবল লিগে সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে। সোমবার ফুটসিলিং এফসিকে ২২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচে ডাবল হ্যাটট্রিক করে দলের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের দুই তারকা—সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।
পারো এফসির মোট ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার মিলে করেছেন ১৯টি।
সাবিনা খাতুন একাই করেছেন ৭ গোল, ঋতুপর্ণা ৬টি, সুমাইয়া চারটি এবং মনিকা করেছেন ২টি। ম্যাচের প্রথমার্ধেই দলটি এগিয়ে যায় ১১-০ গোলে।
এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সাবিনা খাতুন। ম্যাচ শেষে তিনি বলেন,
‘গোল করতে পারছি, দলও জিতছে—ভালো লাগছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
চলতি লিগে সাবিনার মোট গোল সংখ্যা ইতোমধ্যেই বিশ ছাড়িয়েছে।
উল্লেখ্য, আগের ম্যাচে পারো এফসির হয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা সুমাইয়া। ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ায় লিগে বাংলাদেশের ফুটবলারদের দাপট দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।