মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কোচি থেকে আসা ফ্লাইটটি ভেজা রানওয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিমানের একটি ইঞ্জিন ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। রানওয়ের একটি অংশেও আংশিক ক্ষতি হয়েছে, ফলে সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি সাড়াদান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। কারো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।
ফলে আপাতত বিকল্প রানওয়ে ১৪/৩২ ব্যবহার করা হচ্ছে। তবে এক রানওয়ে বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মুম্বাইয়ে ভোর থেকে টানা ভারী বর্ষণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। আবহাওয়া বিবেচনায় আরও বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।