বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি শ্রদ্ধা, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয় বলে জানা গেছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত একজনের মরদেহ সেখানে রয়েছে। আহতদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
বিমান বিধ্বস্তের ঘটনাটি সারাদেশে শোকের ছায়া নামিয়ে এনেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
সরকার জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।