লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মোড়াকরি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মোড়াকরি গ্রামের কদর আলীর ছেলে তোফাজ্জুল হোসেন (২৬) এবং মোঃ লিবাছ মিয়ার ছেলে সজল মিয়া (২২)।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মোড়াকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপাল দাসের দোকানের সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে আসামিদের আটক করে। তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ট্যাগস :