“এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নয়ন সম্ভব নয়”-সৈয়দা রিজওয়ানা
পরিবেশ রক্ষার লড়াইয়ে এক প্রজন্মের প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় কয়েক প্রজন্মব্যাপী মূল্যবোধ গড়ে তুলে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে।
শনিবার (১৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের যুক্ত করলে টেকসই পরিবর্তন সম্ভব। তাই শিক্ষা সফরগুলো যেন পরিবেশবান্ধব স্থানগুলোতে আয়োজিত হয়, সে বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাবতে হবে।”
এ সময় তিনি বন বিভাগকে পরিবেশবান্ধব রিসোর্ট নির্মাণের দিকেও নজর দেওয়ার নির্দেশ দেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এখনই সময় পরিবেশ সুরক্ষায় মূল্যবোধ গড়ে তোলার। বাজারে যাওয়ার সময় পলিথিন নয়, কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়তে হবে। এমন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই গড়ে উঠবে পরিবেশ সচেতন প্রজন্ম।”
তিনি শব্দদূষণ রোধ এবং অকারণে হর্ন বাজানো বন্ধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের চিত্র প্রদর্শন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।