ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের
আগামী জাতীয় নির্বাচনে যেন আবেগতাড়িত সিদ্ধান্ত কিংবা ভুল পদক্ষেপের কারণে চরমপন্থা ও ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে “২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে” আয়োজিত স্মরণসভায় যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন সামনে। এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং কোনো আবেগ তাড়িত সিদ্ধান্ত কিংবা ভুল রাজনৈতিক পদক্ষেপ যাতে রাষ্ট্র-রাজনীতিতে ফ্যাসিবাদ বা চরমপন্থার পুনরাবৃত্তির সুযোগ না দেয়, সে জন্য দেশের সকল নাগরিককে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের সুযোগ এসেছে। ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশই শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।