ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর

বাগেরহাটের রামপালে বিএনপি নেতার দখলীয় জমি নিয়ে হয়রানির অভিযোগ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে জটিলতায় এক বিএনপি নেতার পরিবার হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছে। জমি ক্রয়ের পর নিয়মমাফিক নামজারি সম্পন্ন করেও প্রতিপক্ষের দখল উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন ভুক্তভোগী ইমরান হাওলাদার।

জানা গেছে, উপজেলার বড় সন্ন্যাসী হাজিপাড়া গ্রামের বাসিন্দা আ. হাই হাওলাদার একই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে মো. নাসির উদ্দিন ও মেয়ে ময়না বেগমের কাছ থেকে ২০২২ সালের ১৮ এপ্রিল রেজিস্ট্রি দলিল (নং ১১৩৪/২২) অনুযায়ী ০.৯৩৯ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারি সম্পন্ন করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি ক্রয়ের দীর্ঘ সময় পর ২০২৩ সালের ২৪ জুলাই একই দাগভুক্ত জমি পুনরায় ১৫৯/২৩ নম্বর দলিলে ক্রয় করেন প্রতিপক্ষ আল মামুন গং। এরপর থেকেই তারা জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করছেন। জমি দখলের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও প্রশাসনিক হয়রানি চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন আ. হাই হাওলাদারের ছেলে ও মল্লিকেরবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হাওলাদার।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ নিয়ম মেনে জমি ক্রয় করেছি ও নামজারি করিয়েছি। এখন প্রতিপক্ষ দলিল করে এসে মালিকানা দাবি করছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে ন্যায়ের পক্ষে সঠিক বিচার পাওয়া যায়।”

অভিযুক্ত আল মামুন সাংবাদিকদের বলেন, “জমিটি আমাদের বলে দাবি করছি, এজন্য আমরা আইন অনুযায়ী ১৫০ ধারার আবেদন করেছি। বিষয়টি বিচারাধীন।”

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ জানান, “উভয়পক্ষের বক্তব্য শুনে দালিলিক প্রমাণাদির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতোমধ্যে উভয়পক্ষকে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর

বাগেরহাটের রামপালে বিএনপি নেতার দখলীয় জমি নিয়ে হয়রানির অভিযোগ

আপডেট সময় ১১:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বাগেরহাটের রামপাল উপজেলায় জমি নিয়ে জটিলতায় এক বিএনপি নেতার পরিবার হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছে। জমি ক্রয়ের পর নিয়মমাফিক নামজারি সম্পন্ন করেও প্রতিপক্ষের দখল উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন ভুক্তভোগী ইমরান হাওলাদার।

জানা গেছে, উপজেলার বড় সন্ন্যাসী হাজিপাড়া গ্রামের বাসিন্দা আ. হাই হাওলাদার একই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে মো. নাসির উদ্দিন ও মেয়ে ময়না বেগমের কাছ থেকে ২০২২ সালের ১৮ এপ্রিল রেজিস্ট্রি দলিল (নং ১১৩৪/২২) অনুযায়ী ০.৯৩৯ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারি সম্পন্ন করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি ক্রয়ের দীর্ঘ সময় পর ২০২৩ সালের ২৪ জুলাই একই দাগভুক্ত জমি পুনরায় ১৫৯/২৩ নম্বর দলিলে ক্রয় করেন প্রতিপক্ষ আল মামুন গং। এরপর থেকেই তারা জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করছেন। জমি দখলের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও প্রশাসনিক হয়রানি চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন আ. হাই হাওলাদারের ছেলে ও মল্লিকেরবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হাওলাদার।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ নিয়ম মেনে জমি ক্রয় করেছি ও নামজারি করিয়েছি। এখন প্রতিপক্ষ দলিল করে এসে মালিকানা দাবি করছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে ন্যায়ের পক্ষে সঠিক বিচার পাওয়া যায়।”

অভিযুক্ত আল মামুন সাংবাদিকদের বলেন, “জমিটি আমাদের বলে দাবি করছি, এজন্য আমরা আইন অনুযায়ী ১৫০ ধারার আবেদন করেছি। বিষয়টি বিচারাধীন।”

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ জানান, “উভয়পক্ষের বক্তব্য শুনে দালিলিক প্রমাণাদির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতোমধ্যে উভয়পক্ষকে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”