২০ বছরেও ওয়ারিশান সম্পত্তির দখল পাননি বয়োবৃদ্ধ ৩ বোন
ভাই ও ভাতিজার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মায়ের ওয়ারিশান সম্পত্তির দীর্ঘ ২০ বছরেও দখল পাননি তিন বয়োবৃদ্ধ বোন। ভাই ও ভাতিজার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
ঘটনাটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মৃত নুরুজ্জামানের সন্তান মো. রুহুল আমিন ও তার ছেলে আল আমিন এই জমি দখলে রেখেছেন।
ভুক্তভোগী তিন বোন হলেন—শাহেদা বেগম, আয়েশা বেগম ও শাকেরা বেগম।
তাদের অভিযোগ, মাধবপুরের ইটাখোলা মৌজার বিএস খতিয়ান নং ১০১২, দাগ নং ১২৯৪-এর ১৯ শতাংশ জমি, যা তাদের মাতৃসূত্রে প্রাপ্ত, তা তারা নামজারি করে খারিজ করালেও ভাই ও ভাতিজা জমির দখল দিচ্ছেন না, এমনকি জমি বিক্রির ক্ষেত্রেও বাধা দিচ্ছেন।
শাহেদা বেগম বলেন, “আমাদের বাবার সম্পত্তি তারা জালিয়াতি করে আত্মসাৎ করেছে। এখন মায়ের অংশেরও দখল দিচ্ছে না। জমিতে গেলে হুমকি দেয়, এমনকি প্রকাশ্যে চাঁদা দাবি করে।”
আয়েশা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের ভাই আগে আওয়ামী লীগ নেতাদের প্রভাব দেখিয়ে জমি দখল করেছিল। এখন আবার ভাই ও তার ছেলে গায়ের জোরে জমিতে যেতে দিচ্ছে না। আমরা তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে অভিযুক্ত ভাতিজা আল আমিন বলেন, “আমরা জমি রেজিস্ট্রি করে নিয়েছি। এখন জমির দাম বেড়েছে বলে তারা ষড়যন্ত্র করছে। তবে আমরা বসে বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাতে চাই।”
স্থানীয় ইউপি সদস্য মো. লালু মিয়া বলেন, “বোনদের ন্যায্য অধিকার রয়েছে। কিন্তু রুহুল আমিন ও আল আমিন গায়ের জোরে তাদের জমির দখল থেকে বঞ্চিত করছে। আমরা একাধিকবার সালিশ বসিয়েছি, কিন্তু তারা মানছে না।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “ওই অভিযোগটি আমার আগমনের আগেই হয়েছে। এরপরও ভুক্তভোগীদের সহযোগিতায় যা যা প্রয়োজন, আমরা করবো।”