শ্যামলীতে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর শ্যামলীতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনও গ্রেপ্তারদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ছিনতাইকারীসহ তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ধারালো অস্ত্রের মুখে এক যুবকের পথরোধ করে। তারা ভুক্তভোগী থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন ছাড়াও পরনে থাকা জামা এবং পায়ের জুতাও জোরপূর্বক খুলে নেয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর পুলিশের তৎপরতায় ঘটনার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত অব্যাহত রেখেছে এবং অন্যান্য সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।