আলীর ট্রেলারে ইরফান সাজ্জাদের অন্যরকম ঝলক
ট্রেলারের শুরুতেই শোনা যায় এক রহস্যময় কণ্ঠস্বর: “ভিক্টিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমন ভয়, তেমনি আতঙ্কের।” বাক্যটি শেষ হতে না হতেই ভেসে আসে অপ্রত্যাশিত এক অট্টহাসি, যা মুহূর্তেই বদলে দেয় পর্দার আবহ। এরপর দর্শক দেখতে পান কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বোবা যুবক ইরফান সাজ্জাদকে—চোখে ভয়, রাগ ও অসহায়তা, যেন সে চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু পারে না।
এরপর এক উকিল দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, “ইওর ওনার, সে একজন সিরিয়াল কিলার।” মুহূর্তেই গল্পে যুক্ত হয় থ্রিলারের আবহ। আরেকটি দৃশ্যে ইরফানকে জিজ্ঞেস করা হয়, “তোর নাম কী আসলেই আলী?” ঠিক এরপরই ট্রেলারে শুরু হয় দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স, যেখানে ইরফান একেবারে ভিন্ন এক রূপে হাজির হন।
ট্রেলারে উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের দৃঢ় সংলাপও: “ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কেবল কাগজের আইন আর সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়।” এই সংলাপ দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে বাধ্য।
বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ সিনেমাটি ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, মানবিক সম্পর্ক ও এক সংগ্রামী জীবনের গল্প। পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা দুই ভাইবোন—আলী (ইরফান সাজ্জাদ) ও রশ্নি (মিলিতা মেহজাবিন অর্পা)। রশ্নি ঢাকায় গিয়ে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়, আর ভাই আলী তাকে শহরের অনিরাপদ পরিবেশ থেকে বাঁচিয়ে রাখতে চায়।
এক ভয়াবহ দুর্ঘটনার পর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। বাকপ্রতিবন্ধী আলী পড়ে যায় একাকিত্ব, অবিচার ও লাঞ্ছনার মাঝে। কিন্তু হার মানে না। অন্যদিকে রশ্নি ভাইয়ের জন্য লড়াই করে, তাকে খোঁজে, আর ভালোবাসা আঁকড়ে ধরে রাখে।
এই চলচ্চিত্রটি দেখাবে, কীভাবে শব্দ ছাড়াও একজন মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগ অন্য আরেকজনকে জীবনের পথে ফিরিয়ে আনতে পারে।
ইরফান সাজ্জাদ ও মিলিতা অর্পার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদসহ আরও অনেকে। এটি নির্মাতা বিপ্লব হায়দারের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘ভয়াল’ নামে প্রশংসিত একটি থ্রিলার সিনেমা নির্মাণ করেছিলেন।
চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী ইরফান সাজ্জাদ বলেন,
“এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাইবোনের ভালোবাসার এমন গল্প আমি এর আগে করিনি। আমরা সবাই মিলে আন্তরিকভাবে কাজ করেছি। আশা করি দর্শকের ভালোবাসা পাব।”
একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প হলেও ‘আলী’ মূলত একজন ভাই ও একটি বোনের সম্পর্কের গভীরতা তুলে ধরা এক আবেগঘন কাহিনি। শব্দহীন ভালোবাসা, প্রতিবন্ধকতা জয়, ন্যায়ের সংগ্রাম ও আত্মিক বন্ধনের এক ব্যতিক্রমধর্মী উপস্থাপনা এটি।
‘আলী’ খুব শিগগিরই দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।