লাখাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গা-ঢাকা দিয়েছেন হাবিবুর
লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মারধরের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, ১১ মে দুপুরে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে বাকিতে মাল না দেওয়াকে কেন্দ্র করে মুড়িয়াউক গ্রামের ইয়াছিন মিয়াকে মারধর করেন হাবিবুর রহমান। এ ঘটনায় আহতের পিতা আইয়ুব আলী লাখাই থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তা রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মুড়িয়াউক বিট অফিসার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামানকে।
এ বিষয়ে এসআই আকতারুজ্জামান বলেন, “মামলার প্রাথমিক সত্যতা পাওয়ার পর থানার ওসি আমাকে তদন্তভার দেন। তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে।”
অভিযুক্ত যুবদল নেতা হাবিবুর রহমান মুঠোফোনে দাবি করেন, “ঘটনার দিন ইউনিয়ন অফিসে শুধুমাত্র তর্কাতর্কি হয়েছিল, কোনো মারধরের ঘটনা ঘটেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।”