মোরেলগঞ্জে নবগঠিত সভাপতিকে শিক্ষার্থীদের সংবর্ধনা
বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি শাহারুন জামান নিপাকে সংবর্ধনা জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অভিভাবকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। তিনি বলেন, “বিএনপি সরকারের সময় শিক্ষা ছিল সবার জন্য উন্মুক্ত, ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পেত। আওয়ামী লীগ সরকার সেই অগ্রগতি নষ্ট করেছে। একে পুনরুদ্ধারে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, প্রভাষক রাসেল আল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুছ আলী আকন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াদুল ইসলাম।