মোরেলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডল্টন রায় ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন।
মেলায় উপজেলা কৃষি দপ্তরসহ ১১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বিভিন্ন ফল, ফসল ও কৃষি পণ্য প্রদর্শন করছে।
ট্যাগস :