লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫ সালের এপ্রিল মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন।
সভায় অংশগ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মুকতাদির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীবৃন্দ।
সভায় হাসপাতালের আন্তঃবিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবার মান উন্নয়ন, সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রতিটি সেবা ইউনিটে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সেবাদান কর্মীদের আরও আন্তরিকতা ও রোগীবান্ধব মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন ডা. কাজী শামসুল আরেফীন।
সভায় যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ANC, PMCS এবং প্রসবসেবা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
স্বাস্থ্যসেবায় ব্যবহৃত DHIS2 প্ল্যাটফর্মে সকল তথ্য যথাসময়ে আপলোড করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।