ভারতে অনুপ্রবেশ: খুলনার দুইজনসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভারতের রহড়া থানা পুলিশ। গত রোববার (১৯ মে) ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন খুলনার বাসিন্দা মজনু গাজী ও কামাল শেখ। অপরজন মেহেদী হাসানের সঠিক ঠিকানা এখনো জানা যায়নি।
ভারতীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার নিউটাউন লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তিনজনকেই পাঁচদিন ধরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে তাদের উপস্থাপন করার সময় পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে খুলনার বেদকাশী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য সচিব হিসেবে পরিচয় দেন। অন্য দুইজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন রহড়া থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তে হয় তাদের।