খুলনায় যুবলীগ নেতার অনুদান নিয়ে বিতর্ক, তদন্তে জেলা প্রশাসন
খুলনার তেরখাদা উপজেলার যুবলীগ নেতা মিনারুল ইসলামকে “জুলাই যোদ্ধা” হিসেবে ১ লাখ টাকার অনুদান প্রদানের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রবিবার (১৮ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন—পুলিশ সুপার ও সিভিল সার্জনের প্রতিনিধি, তেরখাদা ইউএনও, ২ জন ছাত্র প্রতিনিধি এবং সহকারী কমিশনার (সাধারণ শাখা) যিনি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত হন তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম। পরবর্তীতে সেই আঘাতকে ‘জুলাই যুদ্ধে’ আহত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি সি-ক্যাটাগরিতে অনুদানের জন্য আবেদন করেন এবং গত ১৪ জুলাই খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১ লাখ টাকার চেক গ্রহণ করেন।
বিষয়টি নিয়ে রবিবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জোরালো সমালোচনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ীই অনুদানের চেক বিতরণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”