জামালপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি, খোলা আকাশের নিচে বসবাস করছে মানুষ
জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় রোববার দিবাগত রাতে প্রবল ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বাংলা বাজার এলাকা, দক্ষিণ ঘোষেরপাড়া দাখিল মাদরাসা এবং আশপাশের গ্রামে প্রায় ২০–২৫টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া গাছপালা উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে ইসলামপুর উপজেলার বেলগাছা, সাপধরী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ৩০০ বাড়িঘর ও ফসলি জমির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে চরাঞ্চলের জোড়ডোবা, উত্তর জোড়ডোবা, কোদালধুয়া, ভাংবাড়ি, ইন্দুল্যামারী, মন্ডলপাড়া, আকন্দপাড়া, চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচরে ব্যাপক ক্ষতি হয়।
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম ও বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, অনেক মানুষ বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পৌর শহরের ব্যাপারীপাড়াও ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।