রামপালে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার রোধে ব্যবসায়ীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটের রামপাল উপজেলায় প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খন্দকার জিলানী হোসেন।
কর্মশালায় পেড়িখালী, গোনা, গিলাতলা, বাঁশতলী কালিগঞ্জ এবং ইসলামাবাদ বাজারের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। তিনি বলেন, “সুন্দরবনের সন্নিকটে বসবাসকারী হিসেবে আমাদের দায়িত্ব আরও বেশি। মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ প্রভাবে আমাদের জীববৈচিত্র্য হুমকির মুখে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে শুধু পরিবেশ নয়, মানবদেহেও মারাত্মক ক্ষতি হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব রামপালের সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য এম এ সবুর রানা, সহসভাপতি ও বেলা’র সদস্য এ.এইচ. নান্টু, রূপান্তরের প্রতিনিধি পার্থ প্রতীম ঠাকুর, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও ইয়োথ হাবের প্রতিনিধি মো. মাহাফুজ মাঝি, মো. ফারুক শেখ এবং স্থানীয় ব্যবসায়ী আ. সবুর মল্লিক।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করার বিকল্প নেই। বাজারগুলোতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে এবং নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি করতে হবে।
ব্যবসায়ীরা এ বিষয়ে একমত পোষণ করে বলেন, পলিথিন কমিয়ে আনতে প্রশাসনের সহযোগিতায় তারা সক্রিয় ভূমিকা রাখবেন।