“নির্বাচিত সরকার না থাকলে জনগণের দুর্ভোগ বাড়ে”- খুলনায় রকিবুল ইসলাম বকুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনে আবারো রাজপথে রক্ত দিতে হবে।” তিনি বলেন, দেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত, আর তারই ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববার (১৮ মে) খুলনার খালিশপুরে ঐতিহ্যবাহী ঝিল পুকুরের কচুরিপানা পরিষ্কারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বকুল জানান, দীর্ঘ সাত বছর ধরে জলাবদ্ধতায় পড়ে থাকা ঝিল পুকুর এলাকার তিনটি ওয়ার্ডের মানুষের পানির প্রধান উৎস। কিন্তু জবাবদিহিমূলক সরকার না থাকার কারণে পুকুরটির এ বেহাল অবস্থা। এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে সাধারণ মানুষের মৌলিক অধিকার যেমন পানি, পরিবেশ—সেই দিকেও কেউ নজর দেয় না। এটি তার বড় উদাহরণ।”
রকিবুল ইসলাম বকুল আরও বলেন, “আমরা খুলনায় মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।” তিনি সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।