কুয়েটে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের: প্রশাসনের ওপর আস্থা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঘটে যাওয়া সকল অপ্রীতিকর ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করে অবিলম্বে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। আজ (১৮ই মে, ২০২৫) দুপুরে পাঁচ বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়ে এই দাবি জানান।
লিখিত আবেদনে শিক্ষার্থীরা গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। তারা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সকল অন্যায়ের তীব্র নিন্দা জানান। শিক্ষার্থীদের আবেদনে বলা হয়, চলমান আন্দোলনের সময় কতিপয় অতি উৎসাহী শিক্ষার্থীর দ্বারা শিক্ষকদের প্রতি যে লাঞ্ছনা ও অসম্মানের ঘটনা ঘটেছে, তার ফলে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে অবনতি হয়েছে। এর জন্য শিক্ষার্থীরা সকল শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা তাদের ৫ দফার যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানালেও, কতিপয় শিক্ষার্থীর দ্বারা বহিরাগত ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবির বিরোধিতা করেছেন। তাদের যুক্তি, প্রস্তাবিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা বিচার প্রক্রিয়া জটিল ও দীর্ঘায়িত হবে, যা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াবে এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের আরও অবনতি ঘটাবে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে বলেছেন, তারা বিশ্বাস করেন প্রশাসনের মাধ্যমেই ন্যায়বিচার কার্যকর হবে এবং কোনো নির্দোষ শিক্ষার্থীর শাস্তি হবে না। গত তিন মাস ধরে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে একাডেমিক কার্যক্রমে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন।