অন্ধকারে নয়, দিনের আলোতেই বিএনপির সদস্য হতে হবে: আমির খসরু
“গোপনে নয়, প্রকাশ্যেই বিএনপিতে যোগ দিতে হবে”—এমন বার্তা দিয়ে দলের সদস্য সংগ্রহে সতর্কতা ও নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের সদস্য করা যাবে না। তবে কেউ যদি অতীতে আওয়ামী লীগ সমর্থক থাকেন, কিন্তু বিএনপির কর্মকাণ্ডে বাধা দেননি কিংবা আমাদের ওপর কোনো জুলুম করেননি, এমনকি গোপনে আমাদের সহায়তা করে থাকেন—তাদের সদস্য হতে কোনো বাধা নেই।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “সদস্য করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে—সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজ কাউকে দলে নেওয়া যাবে না। এমন কেউ দলে এলে আমাদের ভোট কমে যেতে পারে। এজন্য যাচাই-বাছাই করে সৎ ও নিবেদিতপ্রাণ মানুষদের দলে টানতে হবে।”
গোপনে বিএনপিতে যোগদান ঠেকাতে কড়া নির্দেশ দিয়ে আমীর খসরু বলেন, “গোপনে কেউ সদস্য হতে পারবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিয়ে, দিনের আলোতে, প্রকাশ্যে এসে সদস্য হতে হবে।”
তিনি জানান, বিএনপির লক্ষ্য হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে দলীয় কার্যক্রমে যুক্ত করা। “এই দল দেশের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করে, তাই সদস্য সংগ্রহেও বৃহত্তর অংশকে যুক্ত করতে হবে।”