ইমনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১৯১ রান।
ব্যাটিংয়ে শুরুটা ছিল বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। ওপেনার তানজিদ হাসান ১০ এবং অধিনায়ক লিটন দাস ১১ রানে আউট হয়ে দ্রুত ফিরে গেলে দল পড়ে চাপের মুখে। এরপর ইমন ও তাওহীদ হৃদয়ের জুটিতে কিছুটা স্থিতি আসে। তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। হৃদয় ২০ রানে ফিরলেও ইমন একপ্রান্ত আগলে রেখে চালিয়ে যান আক্রমণ।
চার-ছয়ের ফুলঝুরিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ইমন। ৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রান করে শেষ ওভারে জাওয়াদউল্লাহর বলে বোল্ড হন তিনি। তার এই ইনিংসই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
এই সেঞ্চুরির পথে ইমন গড়েছেন ছক্কার নতুন রেকর্ড। এক ইনিংসে ৯টি ছক্কা হাঁকিয়ে তিনি এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার মালিক। আগের রেকর্ডটি ছিল রিশাদ হোসেনের, যিনি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৭টি ছক্কা মেরেছিলেন।
আমিরাতের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাওয়াদউল্লাহ। ৪ ওভার বল করে মাত্র ২১ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট।