ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নগরভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ইশরাকের শপথের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ

চেকপোস্ট ডেস্ক::

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী মেয়রের দায়িত্ব দ্রুত ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা এই ঘোষণা দেন।

শনিবার (১৭ মে) দুপুরে নগর ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ইশরাকের সমর্থকেরা। এ সময় ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘নগর ভবনে বসবেন নগরপিতা’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি এবং তিনি মেয়রের দায়িত্ব বুঝে পাননি। এই প্রক্রিয়ায় বিলম্বের জন্য তাঁরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়ী করে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানান।

আন্দোলনকারীরা আরও বলেন, “এই নগর ভবনে মেয়রের চেয়ার দখল করে বসে থাকতে পারবেন না একজন উপদেষ্টা। আমরা চাই, তিনি যেন সচিবালয়ে গিয়ে কাজ করেন। নগর ভবনে নগরপিতাই বসবেন।”

উল্লেখ্য, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ দাপ্তরিক কাজ পরিচালনা করে থাকেন। তবে চলমান বিক্ষোভের কারণে আজ তিনি নগর ভবনে উপস্থিত হননি।

ইশরাক সমর্থকদের দাবি, এ ধরনের টালবাহানা জনগণের রায়ের প্রতি অসম্মান এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের প্রতিফলন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

নগরভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, ইশরাকের শপথের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ

আপডেট সময় ১০:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী মেয়রের দায়িত্ব দ্রুত ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা এই ঘোষণা দেন।

শনিবার (১৭ মে) দুপুরে নগর ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ইশরাকের সমর্থকেরা। এ সময় ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘নগর ভবনে বসবেন নগরপিতা’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি এবং তিনি মেয়রের দায়িত্ব বুঝে পাননি। এই প্রক্রিয়ায় বিলম্বের জন্য তাঁরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়ী করে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানান।

আন্দোলনকারীরা আরও বলেন, “এই নগর ভবনে মেয়রের চেয়ার দখল করে বসে থাকতে পারবেন না একজন উপদেষ্টা। আমরা চাই, তিনি যেন সচিবালয়ে গিয়ে কাজ করেন। নগর ভবনে নগরপিতাই বসবেন।”

উল্লেখ্য, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ দাপ্তরিক কাজ পরিচালনা করে থাকেন। তবে চলমান বিক্ষোভের কারণে আজ তিনি নগর ভবনে উপস্থিত হননি।

ইশরাক সমর্থকদের দাবি, এ ধরনের টালবাহানা জনগণের রায়ের প্রতি অসম্মান এবং প্রশাসনিক পক্ষপাতিত্বের প্রতিফলন।