নগর ভবনের সামনে ফের জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে আবারও নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল থেকে গুলিস্তানে তারা ‘শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’ এরকম স্লোগান দিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইশরাকের শপথ না নেওয়ায় তারা বাধ্য হয়েই লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনও গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়।
তবে সরকারের পক্ষ থেকে এখনো তাকে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি, যার প্রতিবাদে বিক্ষোভকারীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :