গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫, আহত ২১৬
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১১৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজার ১১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপরই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। যুদ্ধবিরতি ঘোষণার পরও চলতি বছরের ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফা অভিযান শুরু হয়।
গত দুই মাসে এই নতুন দফার অভিযানে নিহত হয়েছেন ২ হাজার ৯৮৫ জন, আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েল অভিযান থামায়নি। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, “হামাসকে সম্পূর্ণ নির্মূল ও জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত অভিযান চলবে।”
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা