চাঁপাইনবাবগঞ্জের মমতা হাসপাতালে ওয়ার্ডবয়ের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের মমতা হাসপাতালে সজিব হোসেন জয় (২৫) নামে এক ওয়ার্ডবয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সজিব রাজশাহী বিভাগের গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাসপাতালের বিশ্রাম কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জাব্বার।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে বিষয়টি তদন্তাধীন।”
নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :