ঢাকা-রাজশাহী আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে রেলস্টেশন অবরোধ
ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনগুলোকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন অবরোধ করেন স্থানীয় জনগণ। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ব্যানারে আয়োজিত এই অবরোধ কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।
অবরোধ চলাকালে ঢাকা-রাজশাহী রুটের ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবি তুলে ধরা হয়।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
নূরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি ন্যায্য ও যৌক্তিক। বহুদিন ধরেই এ জেলার মানুষ রেল যোগাযোগে বৈষম্যের শিকার হয়ে আসছে। এই অবহেলা অমানবিক ও অগ্রহণযোগ্য।” তিনি অবিলম্বে ঢাকা-রাজশাহী রুটের চারটি আন্তঃনগর ট্রেনকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের আহ্বান জানান।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রায় ৪০ মিনিট রেল চলাচল বন্ধ থাকার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।