খুলনায় ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক আটক
খুলনা শহরে ৯ বছরের এক শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগে মোঃ মামুন ব্যাপারী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আটক মামুন খুলনার নতুন বাজার লঞ্চঘাট মোশারেফ গলির বাসিন্দা মোঃ আলামিন ব্যাপারীর ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, বুধবার সন্ধ্যায় নতুন বাজার চর এলাকায় ৯ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে স্থানীয়রা মামুনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি জানান, “শিশুটিকে প্রথমে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “এখনো শিশুটির পরিবার আনুষ্ঠানিকভাবে থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।