জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু, অন্য ঘটনায় মারা গেল তিনটি গরু
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধা ও তিনটি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৮০ বছরের অজুফা বেগম। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।
সুইপার কলোনির বাসিন্দা জয় হরিদাস জানান, ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার সময় তিনি বৃদ্ধার ঘরে আগুন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে অন্যদের জানান ও ফায়ার সার্ভিসে ফোন করেন। মেলান্দহ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর পুড়ে যাওয়া বৃদ্ধার লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ধারণা, কুপিবাতি কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অন্যদিকে বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় একটি গোয়ালঘরে আগুন লাগে। এতে তিনটি গরু মারা যায় এবং আরও দুটি গরু গুরুতর আহত হয় বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহজাহান।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।