খুলনায় প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা, জমি বিরোধ ও চাঁদাবাজির অভিযোগ
খুলনার আড়ংঘাটায় তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলিপ কুমার সরকারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ের হাঁটুর ওপরে একটি গুলি লাগে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক দিলিপ কুমার সরকার প্রতিদিনের মতো আজ সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছুদূর এগোতেই একটি মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এলাকাবাসীর ভাষ্যমতে, দিলিপ কুমারের সঙ্গে সম্প্রতি কিছু জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। পাশাপাশি কয়েকদিন ধরে চাঁদাবাজরা তার কাছে অর্থ দাবি করছিল, যা তিনি দিতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই তাকে হত্যাচেষ্টার শিকার হতে হয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবির মিত্র বলেন, “জমিজমা ও চাঁদা দাবির ঘটনার জেরেই এ গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।