মাধবপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের এক যুবলীগ নেতার বিরুদ্ধে দখল, হুমকি ও এলাকাবাসীর উপর দমন-পীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাজুড়ে প্রভাব বিস্তার করে আসছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মাহফুজ মিয়া আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। অভিযোগ রয়েছে, তিনি জমি দখল, প্রতিবেশীদের হুমকি-ধামকি, এবং বিরোধীদের হয়রানিসহ নানা অনিয়মে জড়িত।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, মাহফুজ মিয়া দীর্ঘদিন ধরে জোরপূর্বক জায়গা দখল করে রেখেছেন। গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, “মাহফুজ যে বাড়িতে বসবাস করছেন, সেখানে তিন শতক জমি জোর করে দখল করে রেখেছেন। গ্রামের সবাই এ বিষয়ে অবগত থাকলেও কেউ ভয়ে মুখ খুলছে না।”
একই গ্রামের বাসিন্দা সপন মিয়া জানান, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক পরিচয় জানার পর থেকেই মাহফুজ মিয়া আমাকে হুমকি দিয়ে আসছেন। এমনকি আমার জমিও দখল করে নিয়েছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, “তিনি আগে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় ছিলেন। এখন আবার বিএনপির কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ক্ষমতা দেখিয়ে যাচ্ছেন।”
স্থানীয়রা জানান, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী বর্তমানে ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত মাহফুজ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।