বাংলাদেশ পিবিআই অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাংবাদিক ফয়সাল
বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা উত্তর-এর নবনিযুক্ত অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পাওয়া জনাব এনায়েত হোসেন মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহাম্মদ ফয়সাল হাওলাদার।
আজ বুধবার (১৪ মে) বিকাল ৩টায় ঢাকায় পিবিআই ঢাকা উত্তর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ফয়সাল হাওলাদার বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিডিসি ক্রাইম বার্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে মোহাম্মদ ফয়সাল হাওলাদার নবনিযুক্ত অতিরিক্ত ডিআইজি জনাব এনায়েত হোসেন মান্নান-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পিবিআই-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনাব এনায়েত হোসেন মান্নান একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।