মোংলায় অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
আজ ৬ মে সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৫ মে) বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আদাছগী এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে আটক করা হয় করিম শরীফ বাহিনীর দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০) কে। তারা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে- ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল, ১টি ওয়াকিটকি চার্জার, ২টি কাঠের নৌকা এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে, তারা করিম শরীফ বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি এবং ডাকাত দলের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করতো।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, “আমাদের সাড়াশি অভিযানের ফলে সুন্দরবন এলাকায় জলদস্যু ও ডাকাতের প্রভাব কমে আসছে। এতে করে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।”
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে কোস্ট গার্ডের টহল ও বিশেষ অভিযান ২৪ ঘণ্টাব্যাপী অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম জোরদার থাকবে।