নগরীতে ইজিবাইক চালকদের আরএফআইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
খুলনা মহানগরীতে বৈধ যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইক সনাক্তকরণ ও অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কেসিসি কর্তৃক আরএফআইডি (রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন) কার্ড সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে জানানো হয়, কার্ডে সংযুক্ত কিউআর কোডের মাধ্যমে কেসিসি অনুমোদিত বৈধ ইজিবাইক সহজেই শনাক্ত করা যাবে। ফলে নতুন ব্লুবুক, নম্বর প্লেট ও স্টিকার ব্যবহার করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার সুযোগ থাকবে না এবং নগরীতে অবৈধ ইজিবাইক চলাচল রোধ করা সম্ভব হবে।
আরএফআইডি কার্ড বিতরণ চলবে আগামী ৬ মে থেকে ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকার বিহীন ইজিবাইক ২২ মে’র পর থেকে অবৈধ বলে বিবেচিত হবে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, নগরীতে চলাচলরত ইজিবাইকগুলোর ছাউনি লাল ও গায়ের রং সবুজ রাখতে হবে এবং ডান পাশটি এসএস পাইপ দিয়ে বন্ধ রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এস.কে.এম তাছাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল মাজেদ মোল্লা, সিনিয়র লাইসেন্স অফিসার (যানবাহন) মোঃ দেলোয়ার হোসেন ও ট্রেড লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান।