উদ্বিগ্ন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি কর্তৃপক্ষের
খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের সরকারি নির্দেশে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছে শিক্ষার্থীরা। একযুগ পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
২০১২ সালে খুলনায় যাত্রা শুরু করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বর্তমানে ৬টি বিভাগের অধীনে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২,৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। কোটি কোটি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ আদায় করলেও এক যুগেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটির ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “টাকা বাকি থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। নানাভাবে চাপ দিয়ে টাকা পরিশোধে বাধ্য করা হয়। অথচ স্থায়ী ক্যাম্পাস গড়তে ট্রাস্টি বোর্ড ব্যর্থ হয়েছে। এটি তদন্ত হওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়টির সূচনালগ্নে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তবে গত বছর আগস্টে ট্রাস্টি বোর্ডে দখলদারিত্ব ও অভ্যন্তরীণ বিরোধের কারণে কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্যকে বাদ দেওয়া হয়। ফলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দরপত্র বাতিলসহ কাজ ব্যাহত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ মোঃ এনায়েতুল বাহার জানান, “রূপসা সেতু সড়কের লবণচোরা থানার পাশে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কেনা হয়েছে। পূর্বের দরপত্রে কিছু ত্রুটি থাকায় তা বাতিল করে নতুনভাবে আহ্বান প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, “গত এক বছরে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, সমস্যা দ্রুত সমাধান হবে।”
শিক্ষার্থীরা এ বিষয়ে মন্ত্রণালয়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।