ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

সুন্দরবনে বিশেষ অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়। তারা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা হয়—২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকি টকি চার্জার এবং ২টি কাঠের নৌকা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাত দলকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিল।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবন এখন অনেকটাই দস্যুমুক্ত। জেলে ও বনজীবীরা নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।”

তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের ২৪ ঘণ্টাব্যাপী টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সুন্দরবনে বিশেষ অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়। তারা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা হয়—২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকি টকি চার্জার এবং ২টি কাঠের নৌকা।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাত দলকে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিল।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবন এখন অনেকটাই দস্যুমুক্ত। জেলে ও বনজীবীরা নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।”

তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের ২৪ ঘণ্টাব্যাপী টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।