খুলনায় বিএনপি নেত্রীকে মারধরের ঘটনায় মহিলা দলের তিন নেত্রী বহিষ্কার
খুলনা বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দলের এক নেত্রীকে মারধরের ঘটনায় সংগঠনের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ মে) রাতে খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-খানজাহানআলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, মহানগর মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।
জানা যায়, গত ২ মে বিকেল ৫টায় খুলনা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধর করেন সভাপতি আজিজা খানম এলিজার অনুসারীরা। ঘটনার পরদিন ৩ মে কেন্দ্রীয় মহিলা দল মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
পরবর্তীতে মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, তিন নেত্রীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।