খালিশপুরে ইভটিজিং ও মাদক বিক্রির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
খুলনার খালিশপুরে মাদক বিক্রি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে দুর্বার সংঘের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার (৪ মে) সকালে খালিশপুর লিবাটি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সাদ্দাম বাহিনীর মতো একাধিক মাদক চক্র এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাদকের পয়েন্ট সংখ্যা বেড়ে ৬ থেকে দাঁড়িয়েছে ১৮-তে। এর ফলে বাড়ছে ইভটিজিংসহ সামাজিক অপরাধ। স্কুল-কলেজগামী মেয়েরা প্রতিনিয়ত বিপদগামী তরুণদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। সভাপতিত্ব করেন দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান। এছাড়া বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ফারুক হিল্টন, ব্যবসায়ী নেতা আ. মতিন বাচ্চু, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল আজিম, শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের কিছু অসৎ সদস্য ও রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়ে এ সব মাদক চক্র বিস্তার লাভ করেছে। বক্তারা এসব ‘ছায়া আশ্রয়দাতাদের’ চিহ্নিত করে মুখোশ উন্মোচনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা বন্ধ না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
এ সময় দুর্বার সংঘের সদস্য শেখ গফুরকে মাদক চক্রের হাতে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং মাদক সম্রাট সাদ্দাম ও তার বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার ও এলাকা থেকে উৎখাতের দাবি তোলা হয়।