লাখাইয়ে সরকারি খাল দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামে সরকারি খাল দখল করে বসতভিটা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গভীর নলকূপ সংলগ্ন খালের দক্ষিণ পাশে কয়েকটি পরিবার সরকারি খাল দখল করে নিজেদের বাড়ির সঙ্গে মিলিয়ে স্থায়ী বসতভিটা গড়ে তুলেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দখলদারদের কারণে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে। এতে করে অতিবৃষ্টির সময় এলাকার আরসিসি ঢালাই সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে যানচলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জানান, তারা অবৈধ দখলদারদের বাধা দিলেও তাতে কর্ণপাত না করে তারা দখল অব্যাহত রেখেছেন। এতে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, “বিষয়টি এখন আপনার মাধ্যমে জানতে পারলাম। পূর্বে কেউ আমাকে জানায়নি। তবে এখনই উপজেলা প্রশাসনকে জানিয়ে দ্রুত উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ জানান, “সরকারি খাল দখলকারীদের উচ্ছেদের জন্য ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ লাঘব হয় এবং সরকারি সম্পদ রক্ষা পায়।