লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোটার তালিকা হালনাগাদ শুরু
লাখাই উপজেলার বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ৩ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১৭ মে/২৫ তারিখ পর্যন্ত চলবে।
শনিবার আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, সদস্য জিয়া উদ্দিন মেলু, মহসিন সাদেক, দুলাল আহমেদ মেম্বার, মোহাম্মদ রিপন আহমেদসহ বাজারের ব্যবসায়ীরা।
এদিকে, বিগত ২০ এপ্রিল বুল্লাবাজার ব্যকস এর নির্বাচিত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পর, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্য দায়িত্ব হস্তান্তর করেন। এর পর বাজারের ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এডভোকেট খোকন চন্দ্র গোপকে আহ্বায়ক এবং মোহাম্মদ বাহার উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বুল্লাবাজার ব্যকস এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।