রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৮ জন মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের গিরি মন্ডলের ছেলে অমিত মন্ডল (৪৫) এবং চকপাড়া গ্রামের শ্যামচরণ মুরারী ছেলে গরেন মুরারী (৩৫)। উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, রাজশাহীর পবা উপজেলার মহানন্দাখালী গ্রামের হানিফ (৩৮), মতিহার থানার বাবণার রবিউল ইসলাম রুমন, আব্দুল আমিনের ছেলে কাওসার, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রাকিব, চকপাড়া গ্রামের ইউসুফ আলী (২৪), এবং মাধবপুরের সঞ্জিত রবিদাসের ছেলে নয়ন দাস ৬ জন মাদক সেবনকারীকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ফয়সাল আহমেদ বলেন, “প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের বড় দায়িত্ব। মাদক থেকে কাউকে ফিরিয়ে আনতে পারলে সেটাই বড় সাফল্য।”
এই অভিযান মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানকে তুলে ধরে এবং এটি সমাজে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।