খুলনায় দোকান চুরির ঘটনায় সংঘর্ষ: গুলিবিদ্ধ এক জনকে ঢাকায় পাঠানো হয়েছে
খুলনার বাগমারা এলাকায় দোকান চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন- খলিল শেখের ছেলে মোঃ আব্দুল আজিজ (৪৫), ইয়াকুব আলী শেখের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২) ও তার ভাই শহিদুল ইসলাম (৩৭), মোঃ নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাতে বাগমারার ‘শিরীনা স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরি হয়। স্থানীয়রা সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে চুরির মালামাল উদ্ধার হয় এবং পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়।
এরই জের ধরে শনিবার দুপুরে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সংঘর্ষ বাঁধে। দুর্বৃত্তরা প্রথমে গুলি চালায়, পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আব্দুল আজিজ গুলিবিদ্ধ হন এবং বাকিরা ধারালো অস্ত্রে আহত হন। আজিজের বুকের ডান পাশে গুলি লাগে, তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর বাগমারা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে যেকোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান: “দোকান চুরিকে কেন্দ্র করে বাগমারা এলাকায় সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।”
তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।