ফুলতলায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার এড়াতে পলাতক
খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক সম্পাদক জাফর শেখ (৩০), পিতা কামাল শেখ। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফুলতলা থানায় একটি মামলা করেছেন। মামলা নং: ১, তারিখ: ০২/০৫/২০২৫।
মামলার এজাহারে বলা হয়, গত ২৯ এপ্রিল সকাল ১০টার দিকে অভিযুক্ত জাফর শেখ একটি স্লাইরেঞ্জ নেওয়ার অজুহাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। আশপাশে কেউ না থাকায় ঘরের দরজা বন্ধ করে, গৃহবধূর ঘুম ভাঙিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে ভুক্তভোগী স্বামীর সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন। মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, “অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।