বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যানের বক্তব্য
সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না: মোমিন মেহেদী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “ফ্যাসিস্টদের মতো গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির জন্য কখনো কাম্য নয়।”
৩ মে, সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মোমিন মেহেদী আরও বলেন, “নির্লজ্জের মতো সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টা এবং বেশ কয়েকজন উপদেষ্টা অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিনারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে। তবে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না।”
তিনি আরও বলেন, “অন্তত দৃষ্টিপথে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবিক করা এবং ৪ সাংবাদিকের চাকরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা এবং হরিদাস সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত সম্পন্ন করুন এবং মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন, তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।”