জাল সাক্ষরে অর্থ আত্মসাতের চেষ্টা: খুলনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
খুলনায় প্রবাসীর ব্যাংক হিসাব থেকে জাল কাগজপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে আফসানা শাহিন মুন্নী (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার মুগদা এলাকা থেকে খুলনা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক, খুলনা শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি খুলনার ইস্পাহানি এলাকার বাসিন্দা।
জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রি ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় একটি একাউন্ট খোলেন। প্রবাস থেকেই তিনি ওই একাউন্টে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে তিনি অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে দেখা যায়, একাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা অবশিষ্ট আছে।
পরবর্তীতে একাউন্ট স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ২০২3 সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে ওই একাউন্ট থেকে ৭ লাখ টাকা ব্র্যাক ব্যাংকের একটি একাউন্টে ট্রান্সফার করা হয়েছে। অথচ ঐ সময় ভুক্তভোগী মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অভিযোগ উঠেছে, ব্যাংকের ভেতরে একটি চক্র গ্রাহকের জাল স্বাক্ষর ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে এই টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগীর স্ত্রী আফসানা ইয়াসমিন তৃঞ্চা এ ঘটনায় খুলনা সদর থানায় ১৮ এপ্রিল মামলা করেন। মামলায় আফসানা শাহিন মুন্নীসহ ৮-৯ জনকে আসামি করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে একটি দল ঢাকায় অভিযান চালিয়ে মুন্নীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এসবিএসি ব্যাংকের খুলনা শাখা ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, “আমি নতুন যোগদান করেছি, বিষয়টি জানতাম না। খোঁজখবর নিচ্ছি।” ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহিল গালিব জানান, “অর্থ আত্মসাতের চেষ্টা হয়েছিল, তবে তা বাস্তবায়িত হয়নি। অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।”