ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: রাজশাহীতে প্রতারক গ্রেপ্তার

গোলাম কিবরিয়া পলাশ, রাজশাহী::

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী মহানগরীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী নগরীর দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছেন।

ঘটনার সূত্রপাত ঘটে যখন ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম “Job news in Rajshahi” নামের একটি ফেসবুক গ্রুপে “Best Safaa Ltd.” নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপনের ঠিকানামতো তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় উপশহর-২ এর মহানন্দা স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রত্যাশী উপস্থিত ছিলেন। ভাইভা বোর্ডে উপস্থিত জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দিয়ে জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

তানিম বিষয়টি সন্দেহজনক মনে করে অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তারা জানান, তারাও একইভাবে প্রতারণার শিকার হয়েছেন এবং অন্তত দু’জন প্রার্থী স্বীকার করেন, তারা ১০ হাজার টাকা করে দিয়েছেন।

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে পুলিশে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
৫২৩ বার পড়া হয়েছে

চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: রাজশাহীতে প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী মহানগরীতে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী নগরীর দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছেন।

ঘটনার সূত্রপাত ঘটে যখন ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম “Job news in Rajshahi” নামের একটি ফেসবুক গ্রুপে “Best Safaa Ltd.” নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন হবে না।

বিজ্ঞাপনের ঠিকানামতো তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় উপশহর-২ এর মহানন্দা স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রত্যাশী উপস্থিত ছিলেন। ভাইভা বোর্ডে উপস্থিত জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দিয়ে জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

তানিম বিষয়টি সন্দেহজনক মনে করে অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তারা জানান, তারাও একইভাবে প্রতারণার শিকার হয়েছেন এবং অন্তত দু’জন প্রার্থী স্বীকার করেন, তারা ১০ হাজার টাকা করে দিয়েছেন।

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে পুলিশে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।